টাফনিল এর কাজ কি | টাফনিল খাওয়ার নিয়ম ২০২৫

টাফনিল এর কাজ কি | টাফনিল খাওয়ার নিয়ম, প্রিয় পাঠক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এর মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি ট্রাফিক নিলের কাজ কি এবং টাফনিল কিসের ওষুধ এই বিষয় নিয়ে। যাদের প্রচন্ড মাথাব্যথা এবং মাথা ব্যথায় ঘুমাতে পারেন না তারাই শুধু জানেন এই ওষুধের কাজ কি?

আপনারা যারা ইন্টারনেটে খোঁজ করে থাকেন টাফনিল এর কাজ,  টাফনিল খাওয়ার সঠিক নিয়ম, টাফনিল এর দাম এবং টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া কি এই বিষয়। তাই আজকে আপনাদের জন্য টাফনিল নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যদি মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়েন আশা করি আপনারা মাথা ব্যথার যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়বেন।

টাফনিল এর কাজ কি

আপনারা অনেকেই আছেন ইন্টারনেটে খোঁজ করে থাকেন টাফনিল এর কাজ কি? টাফনিল ওষুধটি সাধারণ তো ব্যবহৃত হয় মাইগ্রেনের মাথা ব্যাথা উপশম করতে। যে সকল ব্যক্তির সাধারণ ওষুধের মাথাব্যথা কমে না তাদের জন্য শুধুমাত্র ডাক্তাররা টাফনিল এই ওষুধ সাজেস্ট করে থাকে। তাই আপনাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা অবশ্যই টাফনিল ঔষধ সেবন করতে পারেন।

টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া

সব ওষুধের যেমন উপকার দিক রয়েছে তেমনি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। টাফনিল ঔষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব, ডায়রিয়া, এপিগ্যাস্ট্রিক ব্যাথা, ক্ষুধামন্দা, কাঁপুনি, ক্লান্তি  লাগা। তাই আপনারা যারা টাফনিল ওষুধটি খাবেন তারা অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাবেন না।

টাফনিল ট্যাবলেট

টলফেনামিক এসিড এম-(২-মিথাইল-৩-ক্লোরফিনাইল) এন্থ্রানিলিক এসিড) ফেনামেট গ্রুপ এর সদস্য এবং এটি সাইকো-অক্সিজিনেজ এনজাইমের শক্তিশালী নিবোধক। এভাবে গুরুত্বপূর্ণ প্রদাহজনক মধ্যস্ততাকারীর সংশ্লেষণ যেমন, থ্রমবক্সেন (টিএক্স) বি২ এবং প্রােস্টাগ্লান্ডিন (পিজি) ই২ কে বাধা দেয়। মাথা ব্যথা এবং প্রদাহ ইত্যাদির জন্য প্রােস্টাগ্লান্ডিন দায়ী। এটি প্রােস্টাগ্লান্ডিনকে কেবল বাঁধা দেয় না, এটি প্রােস্টাগ্লান্ডিন বিসেন্টরকেও এন্টাগােনাইজ করে।

টাফনিল খাওয়ার নিয়ম

আপনারা যারা টাফনিল খাওয়ার নিয়ম জানেন না তারা নিম্নলিখিত নিয়ম অনুযায়ী টাফনিল ঔষধ খেতে পারবেন তাহলে আপনাদের মাইগ্রেনের ব্যথা কমে যাবে।

  • প্রাপ্তবয়স্ক তীব্র মাইগ্রেনের ব্যথায়  ২০০ মি.গ্রা. ঔষধ দিনে তিন বেলা খেতে পারবেন।
  • প্রাপ্তবয়স্ক হালকা থেকে মাঝারি ব্যথায়  ১০০-২০০ মি.গ্রা. দিনে দুই বেলা খেতে পারবেন।
  • শিশু বাচ্চাদের জন্য টাফনিল ওষুধ ডাক্তারের পরামর্শ খেতে হবে।
  • টাফনিল ওষুধ খেলে অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে।

 টাফনিল এর দাম

বর্তমান আপনি বাজারের যে কোন ফার্মেসিতে টাফনিল ঔষধ পেয়ে যাবেন। টাফনিল এর বর্তমান বাজার মূল্য হচ্ছে ১০ টাকা। টাফনিল এর জেনেরিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড এই ওষুধটি বাণিজ্যিকভাবে টাফনিল নামকরণ করা হয়েছে। এই ওষুধটি বাজারের ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে।

টাফনিল খেলে কি ঘুম হয়

আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে টাফনিল খেলে কি ঘুম হয়? হ্যাঁ অবশ্যই টাফনিল প্রচুর পরিমাণ ঘুম হয়। কারণ টাফনিল ওষুধ খেয়ে থাকে মাইগ্রেনের ব্যথার জন্য অর্থাৎ প্রচন্ড মাথা ব্যথার জন্য এই ওষুধটি খেয়ে থাকে তাই যখন এই ওষুধটি গ্রহণ করে তখন মাথা ব্যাথা কমে গেলে অটোমেটিক ঘুম চলে আসে। তাই বলা যায় টাফনিল খেলে প্রচন্ড ঘুম হয়।

শেষ কথাঃ

আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারছেন মাইগ্রেনের জন্য গ্রহণ করতে হবে এবং টাফনিল এর কাজ কি | টাফনিল খাওয়ার নিয়ম তাই আমার এই পোস্টটি পড়ে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন আমারে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আরো বিভিন্ন প্রকার ওষুধের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আরও পড়ুনঃ

Leave a Comment