এলাট্রল এর কাজ এবং এলাট্রল সিরাপ খাওয়ার নিয়ম, এলাট্রল একটি শক্তিশালী এন্টিহিস্টামিন। এলার্জির চিকিতসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আগাছা, ঘাস এবং ফুলের পরাগ থেকে সৃষ্ট এলার্জির উপসর্গ দূর করার জন্য এলাট্রল ব্যবহৃত হয়। হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকের ও চোখের চুলকানি, চোখে পানি আসা ও চোখ লাল হওয়া উপশমে এলাট্রল খুব দ্রুত কাজ করে।
এলাট্রল এর কাজ
এলাট্রল একটি শক্তিশালী এন্টি হিস্টামিন রিসেপ্টর। ধূলাবালি, পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট এলার্জির উপসর্গসমূহ দূর করতে এলাট্রল ব্যবহৃত হয়ে থাকে। এসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকের ও চোখের চুলকানি ও চোখ থেকে পানি পড়া। ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে এলাট্রল ডাক্তারের ব্যবহার করার পরামর্শ দেয়। এলাট্রল চুলকানি এর প্রাদুর্ভাব কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে আনে। এলাট্রল এ্যালারজেন এর ফলে সৃষ্ট এ্যাজমাকে খুব দ্রুত উপশম করে।
alatrol syrup এর কাজ কি
আপনারা অনেকেই জানেন না alatrol syrup এর কাজ কি? এলাট্রল একটি শক্তিশালী এন্টি হিস্টামিন রিসেপ্টর। ধূলাবালি, পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট এলার্জির উপসর্গসমূহ দূর করতে এলাট্রল ব্যবহৃত হয়ে থাকে। ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে এলাট্রল ডাক্তারের ব্যবহার করার পরামর্শ দেয়। তাই আপনার শিশু বাচ্চার যদি এলার্জির সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শে এলাট্রল সিরাপ খাওয়াতে পারেন।
এলাট্রল সিরাপ খাওয়ার নিয়ম
এলাট্রল সিরাপ খাওয়ার আগে বা পরে যে কোন সময় খাওয়া যায়। রোগীর প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে ওষুধ গ্রহণের সময়কাল নির্ভর করে। এলাট্রল সিরাপ খাওয়ার নিয়ম নিম্ন দেওয়া হলো।
-
৬ বছর বা এর বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এলাট্রল সিরাপ প্রতিদিন ৫ মিলি গ্রাম করে ২ বার।
-
৬ বছর বা এর বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এলাট্রল সিরাপ প্রতিদিন ১০ মিলি গ্রাম করে ১ বার।
-
২ বছর থেকে ৬ বছরের বাচ্চাদের এলাট্রল সিরাপ প্রতিদিন ১ মিলি গ্রাম করে ২ বার।
-
২ বছর থেকে ৬ বছরের বাচ্চাদের এলাট্রল সিরাপ প্রতিদিন ২.৫ মিলি গ্রাম করে ১ বার।
-
১২ মাস থেকে ২৩ মাস বয়সের শিশুদের এলাট্রল পেডিয়াট্রিক ড্রপস ১ মিলি গ্রাম করে দিনে ১ বার।
-
১ মাস থেকে ১২ মাস বয়সের শিশুদের এলাট্রল পেডিয়াট্রিক ড্রপস ০.৫ মিলি গ্রাম করে দিনে ১ বার।
-
শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১ মিলিগ্রাম করে প্রতি ১২ ঘন্টা পর পর দেয়া যেতে পারে।
এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া
এলাট্রল গ্রহণ করার পর অতিরিক্ত অ্যালকোহল বা CNS ওষুধ গ্রহণ থেকে বিরত থাকতে হবে। যাদের কিডনী ও লিভারের মাঝারি বা তীব্র কিডনী সমস্যা রয়েছে তাদের অবশ্যই ডাক্তারি পরামর্শে ওষুধ গ্রহণ করতে হবে। সতর্কতা এবং সাবধানতা গাড়ী ও ভারী মেশিন চালাতে হবে। তন্দ্রাভাব, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব, মাথা ঘোরা এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন না থাকলে এলাট্রল গ্রহণ করা উচিত নয় কারণ স্তন্যদানকারী মায়ের দুধের সঙ্গে নিঃসৃত হয়।
এলাট্রল সিরাপ এর দাম
এলার্জিজনিত ঠান্ডা এবং চুলকানি দূর করার জন্য এলাট্রল সিরাপ ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানেন না এলাট্রল সিরাপের দাম। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন এলাট্রল সিরাপের দাম। তাহলে আর দেরি না করে চলেন দেখি নেই এলাট্রল সিরাপ এর দাম।
-
এলাট্রল ৬০ মিলিগ্রাম সিরাপের দাম হচ্ছে ৩০ টাকা।
-
এলাট্রল পেডিয়াট্রিক ১৫ মিলিগ্রাম সিরাপের দাম হচ্ছে ২৫ টাকা।
আরও পড়ুনঃ
-
নরমাল ঘুমের ঔষধের নাম
-
ইজেক্স ক্রিম এর কাজ এবং দাম
-
বাচ্চাদের পাতলা পায়খানার সিরাপ
-
CRP Test কি, CRP Test কেন করা হয়
-
De rash এর কাজ কি | ডি র্যাশ ক্রিম
-
বাচ্চাদের জ্বর হলে কি ঔষধ খাওয়া উচিত
-
কৃমির ঔষধের নাম | কৃমির ঔষধ খাওয়ার নিয়ম
-
টাফনিল এর কাজ কি | টাফনিল খাওয়ার নিয়ম
-
ফর্সা হওয়ার ট্যাবলেট এর নাম এবং দাম কত
-
পিউরিসাল সিরাপ এর কাজ ও খাওয়ার নিয়ম
-
বাচ্চাদের কাশির সিরাপ | বাচ্চাদের জন্য সিরাপ
-
বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি এবং দাম কত
-
কাশির সিরাপ এর নাম এবং কাশির ট্যাবলেট এর নাম
-
বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম এবং খাওয়ার নিয়ম
-
এলাট্রল এর কাজ এবং এলাট্রল সিরাপ খাওয়ার নিয়ম
-
লরিক্স ক্রিম এর কাজ কি এবং লরিক্স ক্রিম এর দাম কত
-
চিকেন পক্স এর ঔষধ | জেনে নিন রোগের লক্ষণ ও চিকিৎসা
-
এলার্জি ঔষধ এর নাম | এলার্জির জন্য সবচেয়ে ভালো ঔষধ কি
-
দাঁতের ব্যাথার ট্যাবলেট এর নাম এবং দাঁতের ব্যাথার ঔষধের নাম
-
বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা | বাচ্চাদের গ্যাসের সিরাপ
শেষ কথাঃ
অবশ্যই এলাট্রল ট্যাবলেট বা সিরাপ আলো এবং আদ্রতা থেকে দূরে রাখতে হবে সব সময় ৩০ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ট্যাবলেট বা সিরাপ খাওয়াবেন। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এলাট্রল এর কাজ কি এবং এলাট্রল সিরাপ খাওয়ার নিয়ম।