De rash এর কাজ কি | ডি র্যাশ ক্রিম ২০২৫, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি ডি-র্যাশ ক্রিমে প্রতি ১০০ গ্রাম অয়েন্টমেন্ট-এ আছে ৪০ গ্রাম জিঙ্ক অক্সাইড বিপি। জিঙ্ক অক্সাইড চর্মের সামান্য জ্বালাপোড়া ও চুলকানির চিকিৎসা ও প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়, যেমন- পোড়া, কাটাছেড়া, বিছুটি, পয়জন ওক, পয়জন সুমাক এবং ভায়াপার র্যাশ ইত্যাদি। তাই আপনারা যারা বাচ্চাদের ডায়াপার ব্যবহার করেন তারা অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করতে পারেন।
De rash এর কাজ কি
ডি-র্যাশ (জিঙ্ক অক্সাইড) ডায়াপার র্যাশ এর চিকিৎসা ও এর প্রতিরোধক হিসেবে নির্দেশিত। এটা চামড়াকে আর্দ্র রাখে এবং পুষ্ট করে। জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট একটি প্রতিরোধক আবরণ তৈরী করার মাধ্যমে চামড়াকে বিভিন্ন ধরণের জ্বালাতনকারী বস্তু হতে পৃথক করে রাখে। ডি-র্যাশ (জিঙ্ক অক্সাইড) অয়েন্টমেন্ট খুব সহজে চামড়ায় বিস্তৃত করা যায় এবং কোন জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া হতে মুছে ফেলা যায়।
ডি র্যাশ ক্রিম
যে সকল শিশু বাচ্চাদের আপনারা ডায়াপার ব্যবহার করান সেই সকল শিশুকে অবশ্যই ডি র্যাশ ক্রিম ব্যবহার করবেন। তাহলে আপনার বাচ্চার কোন রকম র্যাশ পরবেনা। আর আপনারা সব সময় চেষ্টা করবেন ভেজা এবং ময়লা ডায়াপার যত দ্রুত সম্ভব বদলাতে। ডায়াপারের সাথে সম্পর্কিত জায়গা/চর্ম ভালভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকোতে দিতে হবে। যতবার প্রয়োজন খুব আলতোভাবে ডি-র্যাশ ব্যবহার করতে হবে। প্রত্যেকবার ডায়াপার পরিবর্তনের পূর্বে, বিশেষত ঘুমানোর পূর্বে অথবা যখন দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার করা হয়, তার পূর্বে অবশ্যই ডি-র্যাশ ব্যবহার করতে হবে।
ডি-র্যাশ ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া
ডি-র্যাশ ক্রিমের এখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাই আপনারা নির্দ্বিধায় এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কারন প্রতিটি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়। ডি-র্যাশ ক্রিমটি অন্য ওষুধের সাথে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।
ডি-র্যাশ সতর্কতা
চোখে যেন এই অয়েন্টমেন্ট না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। যদি অবস্থার অবনতি হয় অথবা ৭ দিনের মধ্যে উন্নতি না হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ অবস্থা তখন গুরুতর বলে বিবেচিত হবে। এই অয়েন্টমেন্ট শিশুদের থেকে দূরে রাখতে হবে। শিশুরা খেয়ে ফেললে দ্রুত চিকিৎসার সাহায্য নিতে হবে।
সংরক্ষণ এর নিয়ম
আলো থেকে দূরে, ৩০° সে. এর নিচে সংরক্ষণ করুন। এবং অবশ্যই ভালো একটি শুকনো জায়গায় সংরক্ষণ করবেন। সবার প্রতি একটি অনুরোধ যে কোনো ওষুধ শিশু বাচ্চাদের থেকে দূরে রাখবেন। যদি সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই এই ওষুধটি ফ্রিজের নরমালে রেখে দিতে পারেন।
শেষ কথা
আপনারা যারা শিশু বাচ্চাদের ডায়াপার ব্যবহার করেন তারা অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করতে পারেন কারণ এই ক্রিমটি তৈরি করা হয়েছে শুধুমাত্র শিশু বাচ্চাদের র্যাশ প্রতিরোধ করার জন্য। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি De rash এর কাজ কি | ডি র্যাশ ক্রিম এর কাজ কি সেই সম্পর্কে। আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন।
আরও পড়ুনঃ
-
নরমাল ঘুমের ঔষধের নাম
-
ইজেক্স ক্রিম এর কাজ এবং দাম
-
বাচ্চাদের পাতলা পায়খানার সিরাপ
-
CRP Test কি, CRP Test কেন করা হয়
-
De rash এর কাজ কি | ডি র্যাশ ক্রিম
-
বাচ্চাদের জ্বর হলে কি ঔষধ খাওয়া উচিত
-
কৃমির ঔষধের নাম | কৃমির ঔষধ খাওয়ার নিয়ম
-
টাফনিল এর কাজ কি | টাফনিল খাওয়ার নিয়ম
-
ফর্সা হওয়ার ট্যাবলেট এর নাম এবং দাম কত
-
পিউরিসাল সিরাপ এর কাজ ও খাওয়ার নিয়ম
-
বাচ্চাদের কাশির সিরাপ | বাচ্চাদের জন্য সিরাপ
-
বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি এবং দাম কত
-
কাশির সিরাপ এর নাম এবং কাশির ট্যাবলেট এর নাম
-
বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম এবং খাওয়ার নিয়ম
-
এলাট্রল এর কাজ এবং এলাট্রল সিরাপ খাওয়ার নিয়ম
-
লরিক্স ক্রিম এর কাজ কি এবং লরিক্স ক্রিম এর দাম কত
-
চিকেন পক্স এর ঔষধ | জেনে নিন রোগের লক্ষণ ও চিকিৎসা
-
এলার্জি ঔষধ এর নাম | এলার্জির জন্য সবচেয়ে ভালো ঔষধ কি
-
দাঁতের ব্যাথার ট্যাবলেট এর নাম এবং দাঁতের ব্যাথার ঔষধের নাম
-
বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা | বাচ্চাদের গ্যাসের সিরাপ